বৃহস্পতিবার, ৩০ Jun ২০২২, ০৭:১৭ পূর্বাহ্ন
যুবকণ্ঠ ডেস্ক:
বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, রাষ্ট্রীয়ভাবে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সন্ত্রাস, দুর্নীতি, খুন খারাবিসহ সকল অপরাধ বন্ধ হয়ে যাবে। সুতরাং খেলাফত প্রতিষ্ঠায় আমাদের কাজ করে যেতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক সিনিয়র নায়েবে আমীর আল্লামা যোবায়ের আহমদ আনসারী একজন নির্লোভ ও মুখলিস রাহবার ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠার কাজ করেগেছেন। তিনি বলেন, ছাত্রদেরকে জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনে শ্রেষ্ঠত্ব গ্রহণ করতে হবে। ছাত্র আন্দোলনের নামে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ নষ্ট করতে দেওয়া যাবে না। এজন্য ছাত্র মজলিসের দায়িত্বশীলদের সজাগ থাকতে হবে।
তিনি আজ বাংলাদেশ খেলাফত ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আল্লামা যোবায়ের আহমদ আনসারী রহ. এর জীবন শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পুরানা পল্টনস্থ খানা বাসমতি হোটেলে মহানগর সভাপতি কে এম দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সাকিব সাইফীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুর রহমান হেলাল, মুফতি নূর মোহাম্মদ আজিজী, মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, ইনসাফ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক সায়্যেদ মাহফুজ খন্দকার, ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ, সাবেক ঢাকা মহানগর সভাপতি মাওলানা আমানুল্লাহ রায়পুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা খাইরুল ইসলাম, ছাত্র মজলিস ঢাকা মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুল হাসান প্রমূখ