এসময় অন্যান্য বক্তারা বলেন— পবিত্র মাহে রমজান সংযম অনুশীলনের মাস, আত্মশুদ্ধি ও তাকওয়া তথা আল্লাহর ভয়ে সকল অন্যায়, অপরাধ, দুর্নীতি, অনৈতিকতা ও অশ্লীলতা থেকে বিরত থাকার প্রশিক্ষণ গ্রহণের মাস। এ মাসের মর্যাদা রক্ষা করে নিজেকে পরিশুদ্ধ করার সাধনায় মগ্ন হয়ে সারাবছর তার আলোকে জীবন পরিচালনা করতে পারলে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, প্রতিবছর রমজানকে সঠিকভাবে মূল্যায়ন না করে দুনিয়াবি ও অন্যায় ফায়দা উঠানোর মচ্ছবে লিপ্ত হয়ে উঠে কিছু মানুষ। যার কুফল সাধারণ জনগণকে ভোগ করতে হয়। এসময় তারা ঈদের পূর্বেই সংগঠনটির সভাপতি মাওলানা মামুনুল হকসহ করাবন্দী সকল ওয়ামায়ে কেরামদের মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা ফয়সাল মাহমুদ, মাওলানা ফজলুর রহমান,এড. হাবীবুর রহমান , আল-আমিন সিরাজী, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।