বুধবার, ২৯ Jun ২০২২, ০৭:৩৭ পূর্বাহ্ন
যুবকণ্ঠ ডেস্ক:
করোনা সংক্রমণ মোকাবিলা করলেও এখন ডায়রিয়া নিয়ে নাকাল হচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।
রোববার (২৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আসন্ন বিশ্ব ম্যালেরিয়া দিবস (২৫ এপ্রিল) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, দেশে ডায়রিয়া নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কোভিড সামাল দিলেও ডায়রিয়া পারছি না।
তিনি বলেন, ডায়রিয়া বা কলেরা আরও বেড়ে গেলে দুবাই, কাতারসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বাংলাদেশ থেকে জনশক্তি পাঠানো বন্ধ রাখার বিষয়ে সতর্ক থাকার কথা বলেছে।
ম্যালেরিয়া নির্মূল করতে জনসচেতনতা তৈরি করতে হবে জানিয়ে স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, ম্যালেরিয়া সম্পূর্ণ নির্মূল করার ক্ষেত্রে বাধাগুলো নিয়ে নতুন পরিকল্পনা করে আমরা এগিয়ে যাব। যেখানে ম্যালেরিয়া বাড়ছে, সেখানে কাজ করতে হবে।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২০ সালে ম্যালেরিয়া রোগী ছিল ৬ হাজার ১৩০ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। কিন্তু ২০২১ সালে একই সংখ্যক মৃত্যু হলেও আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ২৯৪ জন হয়েছে।