বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
‘বর্তমান সময়ে ছাত্র-উস্তাদদের মনোযোগ বিধ্বংসী হাতিয়ার হচ্ছে মোবাইল’ জনগণ এখন সচেতন, ভোটাধিকার কেড়ে নিলে ছেড়ে দেয়না: প্রধানমন্ত্রী তীব্র তাপদাহ : এবার দাখিল পর্যায়ের সব মাদরাসাও বন্ধ ঘোষণা দেশ ছেড়ে পালানোর অভ্যাস বিএনপির, আওয়ামী লীগের নেই : পানিসম্পদ উপমন্ত্রী হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসাবে নিযুক্ত হলেন মুফতী খলিল কাসেমী তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোগান আ.লীগকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না: প্রধানমন্ত্রী আল্লামা ইয়াহইয়া (রহ.)-এর জানাযা ও দাফন সম্পন্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে জুনে আবারও হোঁচট খেয়ে পড়ে গেলেন জো বাইডেন

কুরআন পোড়ানোর ঘটনায় সুইডেনে বিক্ষোভ অব্যাহত

মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআন পোড়ানোর ঘটনায় সুইডেনে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার সুইডেনের রাজধানীতে শত শত ব্যক্তি সমবেত হয়ে কুরআন পোড়ানোর ঘটনায় প্রতিবাদ জানান বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

সুইডেনের রাজধানী স্টকহোমে দেশটির পার্লামেন্ট ভবনের সামনে দ্যা পার্টি অব ডিফারেন্ট কালারের (নায়ান) পক্ষ থেকে এ বিক্ষোভের আয়োজন করা হয়। এ বিক্ষোভে পাঁচ শ’ ব্যক্তি অংশ নেন।

ওই বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল ‘কুরআন পোড়ানো বন্ধ করো।’ এছাড়া আরো লেখা ছিল ‘মুসলমানদের অপমান করা বন্ধ কর।’

গত সপ্তাহে সুইডেনের দক্ষিণাঞ্চলের লিঙ্কপিং শহরে উগ্রবাদী স্ট্রাম কার্স (হার্ড লাইন) গ্রুপের নেতা রাসমাস পালুদান কুরআনের একটি কপি পোড়ান। তিনি আরো হুমকি দিয়েছেন যে সামনে যে সকল বিক্ষোভ হবে তাতে আরো কুরআনের কপি পোড়ানো হবে।

কুরআন পোড়ানোর ঘটনায় সুইডেনে বিক্ষোভকারী দল নায়ানের নেতা মিকাইল ইউকসেল বলেছেন, কুরআন পোড়ানোর ঘটনাটি গণতন্ত্রবিরোধী। এটা একটি ঘৃণ্য অপরাধ।

তিনি আরো বলেন, সুইডেনের পুলিশের উচিৎ হয়নি রাসমাস পালুদানকে কুরআন পোড়াতে দেয়া। আইনগতভাবে এটা অপরাধ।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com