যুবকণ্ঠ ডেস্ক:
রমজান মাস বিপ্লবের মাস, রমজান মাস বিজয়ের মাস, দ্বীনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার মাস, খোদাদ্রোহী তাগুতি শক্তির বিরুদ্ধে সংগ্রামের মাস, আত্মশুদ্ধির মাস। তাৎপর্যপূর্ণ সেই মাহে রমজান সমাপ্তি লগ্নে। এ মাসের অর্জন ও প্রাপ্তি আমাদের মুহাসাবা (আত্মবিচার) করতে হবে।
প্রিয় ভাইয়েরা! দুনিয়ার বিপদগ্রস্থ মুসলিম জাতির লাঞ্চনা, বঞ্চনা এবং নিস্তেজ অস্তিত্বের গ্লানি দূর করতে রমজানের সাধনা থেকে শক্তি সংগ্রহ করুন। খোদাদ্রোহী তাগুতী শক্তির সকল অপকৌশল, কূটচাল আর চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রত্যয়ী সিদ্ধান্ত নিন। তাহলেই এ মাসের প্রশিক্ষণ গ্রহণে আমরা সফল হবো।
মুমিনের প্রশিক্ষণের এ মাসে, কুরআন নাজিলের মাসে, কুরআনী সমাজ গড়ার লক্ষ্যে সাহাবাওয়ালা ঈমানের বলে বলিয়ান হয়ে ইসলামী বিপ্লবে ঝাঁপিয়ে পড়ুন। ইনশাআল্লাহ! মুক্তি মিলবে, দিনশেষে বিজয় আমাদেরই হবে।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ফেনী জেলা শাখা আয়োজিত “তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান আলোচকের আলোচনায় এসব কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাহমুদুল হাসান।
কারাবন্দী আলেমদের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের রাহবার মাওলানা মুহাম্মাদ মামুনুল হক হাফিযাহুল্লাহসহ কারাবন্দী আলেমদের গ্রেফতারের বছর পূর্ণ হয়ে গেছে। কারারুদ্ধ অবস্থায় তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। তাদের পরিবার সুখহীন আনন্দহীন রমজান কাটিয়ে ঈদের অপেক্ষায়। এই জুলুমের অবসান করতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে প্রয়োজনে বাঁকা করতে হবে।
আজ বাদ আছর থেকে ফেনী শহরের কিং অব কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা সভাপতি শাহ মুহাম্মাদ জুনায়েদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী দেবীপুর সুলতানিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা মুরতাজা দা. বা. , বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় নির্বাহি সদস্য আবরারুল হক আরিফ, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফেনী জেলা শাখার আহবায়ক মাওলানা আব্দুল গনী, জেলা যুব মজলিসের বায়তুলমাল সম্পাদক মাওলানা এনামুল হকসহ বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও খেলাফত ছাত্র মজলিস ফেনী জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল, কর্মী ও শুভানুধ্যায়ী প্রমুখ।