শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:১৬ অপরাহ্ন
যুবকণ্ঠ ডেস্ক:
ঢাকার ব্যস্ততম এলাকা নিউমার্কেট এলিফ্যান্ট রোডে অবস্থিত ঐতিহ্যবাহী এরোপ্লেন মসজিদে আগামী ৩ এপ্রিল মঙ্গলবার সকাল ৮ টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের নামাজ পড়াবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব, উদীয়মান তরুণ আলেম হাফেজ মাওলানা মুফতী সানাউল্লাহ খান।
১৯৬০ দশকে নির্মিত হয় এলিফ্যান্ট রোডের এই ঐতিহাসিক এরোপ্লেন মসজিদ। মসজিদটির প্রতিষ্ঠাতা মো. ইসমাইল (মৃত্যু ১৯৮১) তাঁর পিতা ছিলেন মো. ইব্রাহিম, তিনি ছিলেন ঢাকা নবাবদের স্টেটের মুনশি। সে সুবাদে নীলক্ষেত ও লালমাটিয়া এলাকায় তিনি বেশ কিছু জমির মালিকানা পান, তার মৃত্যুর পর তার পুত্র মোঃ ইসমাইল নিজেদের প্রায় ৯ কাঠা জমির ওপর ১৯৬০ সালে মসজিদটির নির্মাণকাজ শুরু করেন।