বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
‘বর্তমান সময়ে ছাত্র-উস্তাদদের মনোযোগ বিধ্বংসী হাতিয়ার হচ্ছে মোবাইল’ জনগণ এখন সচেতন, ভোটাধিকার কেড়ে নিলে ছেড়ে দেয়না: প্রধানমন্ত্রী তীব্র তাপদাহ : এবার দাখিল পর্যায়ের সব মাদরাসাও বন্ধ ঘোষণা দেশ ছেড়ে পালানোর অভ্যাস বিএনপির, আওয়ামী লীগের নেই : পানিসম্পদ উপমন্ত্রী হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসাবে নিযুক্ত হলেন মুফতী খলিল কাসেমী তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোগান আ.লীগকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না: প্রধানমন্ত্রী আল্লামা ইয়াহইয়া (রহ.)-এর জানাযা ও দাফন সম্পন্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে জুনে আবারও হোঁচট খেয়ে পড়ে গেলেন জো বাইডেন

নরসিংদীতে ধর্মীয় সামাজিক সংগঠন `উলামা পরিষদ আদিয়াবাদ’- এর আত্মপ্রকাশ

নিজস্ব ডেস্ক:

নরসিংদীর রায়পুরায় ‘ওলামা পরিষদ আদিয়াবাদ’ নামে একটি দ্বীনি ও সেবামূলক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

আজ বুধবার (৪মে) সকাল ১০টায় সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে আদিয়াবাদ লন্ডনি মোড় জামে মসজিদে জরুরি বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে সকলের পরামর্শক্রমে সংগঠনটির ১ বছর মেয়াদী আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মাওলানা মাসউদুর রহমান,মাওলানা কফিল উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম,

মাওলানা কবির হোসেন,মাওলানা রাকিব হাসান, হাফেজ আব্দুল আজিজ ও মাওলানা হাবীবুল্লাহ সিরাজকে উপদেষ্টা নিযুক্ত করে সর্বসম্মতিক্রমে মাওলানা হারিছুল হককে সভাপতি ও মুফতি সাইফুল ইসলাম ও মাওলানা আল আমিনকে সহ-সভাপতি ঘোষণা করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমেদ (জুসেল) ও মাওলানা আবু রায়হানকে সহ-সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়।

এছাড়া অর্থ সম্পাদক হিসেবে মাওলানা গুলজার আহমেদ ও মাওলানা হাবিবুল্লাহ রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ সিরাজ এবং ওবায়দুল্লাহ বিন ইবরাহীমকে মিডিয়া/প্রচার সম্পাদক মাওলানা আইয়ুব আনসারি, সাইফুল ইসলাম , আরাফাত নুর ও আল আমিনকে ঘোষণা করা হয়।

জরুরি এই বৈঠকে সভাপতিত্ব করেন তালিমুল কুরআন মাদরাসার পরিচালক মাওলানা হারিছুল হক। এতে উপস্থিত হয়ে দুপুরের খাবার গ্রহণ করেন- আদিয়াবাদ ইউনিয়নের চেয়ারম্যান হাজি সেলিমও।

সভায় বক্তাগণ বলেন, বর্তমানে আমাদের সমাজে নানান কুসংস্কার ও অশ্লীলতায় ভরে গেছে। নৈতিক চরিত্রের বিপর্যয় ঘটেছে। খুন ধর্ষণ , চুরি-ডাকাতি ও অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এ পরিস্থিতিতে আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। আদর্শবান মানুষ এবং দ্বীন প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর সে লক্ষ্যকে সামনে নিয়েই আমাদের এই উদ্যোগ।

সংগঠনটির প্রচার/মিডিয়া বিষয়ক সম্পাদক গণমাধ্যমকে জানান, ‘উলামা পরিষদ আদিয়াবাদ’ সম্পূর্ণ রাজনীতিমুক্ত সচেতন একটি দ্বীনি ও সেবামূলক সংগঠন। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের কল্যাণমূলক কাজ যা আমাদের সংগঠনের সকল সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সু-সম্পর্কের মাধ্যমে বাস্তবায়িত হবে। দল মত নির্বিশেষে সব ধরনের ওলামা, আইম্মা ও অসহায় গরীব দুঃখী সকলের সেবায় নিয়জিত থাকবে ইনশাআল্লাহ।

উক্ত কমিটি গঠন উপলক্ষ বৈঠকে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আদিয়াবাদ ইউনিয়নের সর্বস্তরের আলেম ওলামা ও মাদরাসার শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com