বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
‘বর্তমান সময়ে ছাত্র-উস্তাদদের মনোযোগ বিধ্বংসী হাতিয়ার হচ্ছে মোবাইল’ জনগণ এখন সচেতন, ভোটাধিকার কেড়ে নিলে ছেড়ে দেয়না: প্রধানমন্ত্রী তীব্র তাপদাহ : এবার দাখিল পর্যায়ের সব মাদরাসাও বন্ধ ঘোষণা দেশ ছেড়ে পালানোর অভ্যাস বিএনপির, আওয়ামী লীগের নেই : পানিসম্পদ উপমন্ত্রী হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসাবে নিযুক্ত হলেন মুফতী খলিল কাসেমী তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোগান আ.লীগকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না: প্রধানমন্ত্রী আল্লামা ইয়াহইয়া (রহ.)-এর জানাযা ও দাফন সম্পন্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে জুনে আবারও হোঁচট খেয়ে পড়ে গেলেন জো বাইডেন

কান্নার শব্দে নদীর পাড়ে মিলল নবজাতক

যুবকণ্ঠ ডেস্ক;

ঢাকার ধামরাইয়ে কান্নার শব্দে নদীর পাড় থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিনগত রাত ৮টার দিকে উপজেলার চৌহাট ইউনিয়নের সন্দ্বিতারা গ্রামের বংশীনদীর পাড় থেকে নবজাতককে উদ্ধার করা হয়।

এলাকাবাসী কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে এসআই মো. মনিরুজ্জামান মনির সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী ওই নবজাতককে হস্তান্তর করেন।

ওই নবজাতকটির ডিএনএ পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর হোসেন সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ সূত্র।

এলাকাবাসী জানান, শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের সন্দ্বিতারা গ্রামের বংশী নদীর পাড়ে এক নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পান পথচারীরা। ভুত হতে পারে ভেবে সংঘবদ্ধ হয়ে নদীর পাড়ে এগিয়ে যান তারা। টর্চ ও মোবাইল ফোনের লাইটের আলোতে তারা ওই সদ্য নবজাতক পুত্রসন্তানকে দেখতে পান। এরপর ওই নবজাতকটিকে উদ্ধার করে তাৎক্ষণিক কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশকে খবর দেন।

এসআই মো. মনিরুজ্জামান মনির বলেন, নবজাতকটির কোন পরিচয় পাওয়া যায়নি। কান্নার আওয়াজ শুনে পথচারীরা নদীর পাড় থেকে এ নবজাতকটি উদ্ধার করেন। ডিএনএ পরীক্ষার সূত্র ধরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com