শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:৪০ অপরাহ্ন
যুবকণ্ঠ ডেস্ক;
চট্টগ্রামে মোটরসাইকেল ট্রাকের মুখোমুখী সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার রাতে জেলার বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর সাধনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
বাঁশখালী রামদাশ মুন্সির হাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সোলাইমান বলেন, শুক্রবার রাতে মোটরসাইকেলে নিয়ে বাড়ি থেকে স্থানীয় বাজারে যাচ্ছিল জাহাঙ্গীর। এসময় শহরমুখী একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।