বুধবার, ২৯ Jun ২০২২, ০৭:০৪ পূর্বাহ্ন
যুবকণ্ঠ ডেস্ক:
খাদ্য ও অন্যান্য সংকটে ভুগতে থাকা ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে জাতিসংঘের মাধ্যমে এক কোটি টাকা অনুদান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
রোববার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন ও নির্দেশনায় জাতিসংঘের অঙ্গসংস্থা ‘ফর দ্য কো-অর্ডানেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স’ তহবিলে এ টাকা জমা দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী মিশন, নিউইয়র্কে এ সংক্রান্ত কার্যক্রম প্রক্রিয়াধীন। এ অর্থ আফগানিস্তানের সংকটাপন্ন সাধারণ জনগণের জন্য ব্যয় করা হবে। এ অনুদান প্রধানমন্ত্রীর আঞ্চলিক ভ্রাতৃত্ববোধ, দক্ষিণ এশিয়ার সমন্বিত উন্নয়ন এবং সবার প্রতি সহযোগিতার নীতির বাস্তব প্রতিফলন।
বাসস