যুবকণ্ঠ ডেস্ক:
বর্তমান বিশ্বে প্রচলিত ভাষাগুলোর মধ্যে আরবি ভাষার অবস্থান ষষ্ঠ নম্বরে। পৃথিবীব্যাপী প্রায় ৪৫ কোটিরও বেশি মানুষ আরবি ভাষায় কথা বলে, যার মধ্যে প্রধানত সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলো উল্লেখযোগ্য হলেও বাংলাদেশের কওমী মাদরাসার প্রেক্ষাপটে আরবি ভাষার গুরুত্ব অপরিসীম। গোটা পৃথিবীতে বর্তমানে ২২টি দেশের রাষ্ট্রীয় ভাষা আরবি। এ ছাড়া অন্য মুসলিম দেশগুলোতেও আরবি ভাষার ব্যবহার দিনদিন বাড়ছে। পবিত্র কুরআনের ভাষা যেমন আরবি তেমনি রাসূলে পাক সাঃ এর ভাষাও আরবি। কেয়ামতের দিন এই আরবি ভাষাতেই কথোপকথন করা হবে। আল্লাহ তায়ালা আরবি ভাষায় ওহী অবতীর্ণ করায় সব ভাষার মধ্যে আরবি এক অনন্য মর্যাদার অধিকারী। আরবি ভাষায় সহজে পুরোপুরি সুস্পষ্ট ভাব বর্ণনা করা যায়। আরবি ভাষার এই বৈশিষ্ট্যের স্বীকৃতি রয়েছে পবিত্র কোরআনেও। আল্লাহ তায়ালা বলেন, ‘সুস্পষ্ট আরবি ভাষায় আমি কোরআন অবতীর্ণ করেছি।’ (সুরা শুআরা :১৯৫)।
তাই আরবি ভাষার প্রয়োজনীয়তা আমাদের সকলেরই অনুধাবন করা উচিৎ। আর এজন্যই মা’হাদুল লুগাতিল আরাবিয়া নোয়াখালীর উদ্যোগে আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে। ইনশাআল্লাহ কুরবানী ঈদের তৃতীয় দিন মঙ্গলবার থেকেই এই কোর্সের ৬ষ্ঠ ব্যাচের ক্লাস শুরু হবে। যারা কুরআন হাদিসের ভাষা এবং মর্মার্থ ভালো করে বুঝতে এবং মানুষের মাঝে তা পৌঁছে দিতে চান তারা অবশ্যই কোটা পূরণের পূর্বে যোগাযোগ করুন এবং পরিচিতদেরকে পাঠিয়ে দিন এই কোর্সে, যেন সর্বদা আপনার এই উপকার অন্তরে গেঁথে যায়। দীর্ঘদিন বাড়িতে থেকে অনেক সময় নষ্ট করেছেন তাই আর সময় নষ্ট না করে তা কাজে লাগান। সময়কে কাজে লাগানোর এই মোক্ষম সুযোগ করে দিয়েছে মা’হাদুল লুগাতিল আরাবিয়া নোয়াখালী। আপনি যোগ্য হোন এবং যোগ্যতা অর্জনের পথে হাঁটুন, বর্তমানে সময়ে যোগ্য লোকের খুবই অভাব। ইনশাআল্লাহ আশা করি যোগ্য হতে আপনার সহায়ক হবে এই আরবি কোর্স। এখন প্রার্থনা শুধু এতটুকুই যে, এই প্রয়াস যেন দৃশ্যমান স্থল জগতের মায়াজাল ছিন্ন করে অদৃশ্য দয়াময়ের সমীপে কবুল হয়।
আরবি কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে___ 01635774095 01871706232