বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :

সাপের কামড়ে প্রাণ গেল দুই মাদরাসাছাত্রের

যুবকণ্ঠ ডেস্ক:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের কামড়ে দুই মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে একই দিন ভোরে উপজেলার চন্দ্রবাস দারুল উলুম কওমি মাদরাসায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের ডাক্তারপাড়ার সাইফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ মিয়া (১৩) এবং একই গ্রামের মাঝের পাড়ার শওকত আলীর ছেলে জুনায়েদ হোসেন (১৩)। তারা চন্দ্রবাস দারুল উলুম কওমি মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র ছিলেন।

এ বিষয়ে মাদরাসার পরিচালক হাজি আক্তার ফারুক বলেন, আজ ভোরে মাদরাসার বোর্ডিংয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের সাপে কামড় দেয়। এ সময় বমি করতে দেখে তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলেন, সাপে কামড় দিয়েছে। এ সময় আবদুল্লাহর ডান পায়ে এবং জুনায়েদের বাম হাতে কামড়ের চিহ্ন ছিল। পরে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টার দিকে মারা যায় তারা।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল কাদের বলেন, সকাল ৭টার দিকে আশঙ্কাজনক অবস্থায় দুই মাদরাসাছাত্রকে জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় আমরা তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিই। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে দুজন মারা যান।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

 

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com