বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
‘বর্তমান সময়ে ছাত্র-উস্তাদদের মনোযোগ বিধ্বংসী হাতিয়ার হচ্ছে মোবাইল’ জনগণ এখন সচেতন, ভোটাধিকার কেড়ে নিলে ছেড়ে দেয়না: প্রধানমন্ত্রী তীব্র তাপদাহ : এবার দাখিল পর্যায়ের সব মাদরাসাও বন্ধ ঘোষণা দেশ ছেড়ে পালানোর অভ্যাস বিএনপির, আওয়ামী লীগের নেই : পানিসম্পদ উপমন্ত্রী হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসাবে নিযুক্ত হলেন মুফতী খলিল কাসেমী তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোগান আ.লীগকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না: প্রধানমন্ত্রী আল্লামা ইয়াহইয়া (রহ.)-এর জানাযা ও দাফন সম্পন্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে জুনে আবারও হোঁচট খেয়ে পড়ে গেলেন জো বাইডেন

গুরুত্বপূর্ণ রেল সংযোগ বিচ্ছিন্ন করে দিল ইউক্রেনের সেনারা

খেরসনে ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধানের উপদেষ্টা সেরহি ক্লান বুধবার দাবি করেছেন, ক্রিমিয়া থেকে ইউক্রেনের দক্ষিণ দিকে আসা রেল লাইনের বেশ কিছু অংশ বিচ্ছিন্ন করে দিয়েছে ইউক্রেনের সেনারা।

সেরহি ক্লান জানিয়েছেন, এরফলে ক্রিমিয়া হয়ে ইউক্রেনের দক্ষিণ দিকে খেরসন বা মেলিতোপোলের মতো অঞ্চলগুলোতে রেল ব্যবহার করে আর সেনা বা রসদ পরিবহণ করতে পারবে না রাশিয়া।

রেল লাইন ধ্বংসের ব্যাপারে ইউক্রেনের এ কর্মকর্তা বলেছেন, এগুলো হলো শাখা যেগুলো কালানচাকের ভেরত দিয়ে গেছে, ব্রাইলিভকা থেকে ওলেস্কি রেল স্টেশন এবং খেরসন রেল ব্রিজের সাথে।

ক্রিমিয়া থেকে মেলিতোপোল পর্যন্ত একটি রেল লাইন ধ্বংস করে দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

তাছাড়া রেল লাইনের ওপর থাকা রাশিয়ার মালবাহী ট্রেনও ধ্বংস করে দেওয়ার দাবি জানিয়েছেন সেরহি ক্লান।

এদিকে সাধারণত নিজেদের সামরিক সরঞ্জাম রেল পথে পরিবহণ করে থাকে রাশিয়া।

যদি ক্রিমিয়া থেকে ইউক্রেনের দক্ষিন দিকে সত্যি সত্যি রেলপথ বন্ধ হয়ে যায় তাহলে রাশিয়ার জন্য এটি হবে বড় একটি ধাক্কা।

গত একমাস যাবত  দূরপাল্লার মিসাইল, যুদ্ধবিমান এবং দূরপাল্লার রকেট ব্যবহার করে খেরসনে রাশিয়ার রসদ পরিবহণ স্থাপনার ওপর হামলা চালাচ্ছে  ইউক্রেনের সেনারা।

সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com