বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
‘বর্তমান সময়ে ছাত্র-উস্তাদদের মনোযোগ বিধ্বংসী হাতিয়ার হচ্ছে মোবাইল’ জনগণ এখন সচেতন, ভোটাধিকার কেড়ে নিলে ছেড়ে দেয়না: প্রধানমন্ত্রী তীব্র তাপদাহ : এবার দাখিল পর্যায়ের সব মাদরাসাও বন্ধ ঘোষণা দেশ ছেড়ে পালানোর অভ্যাস বিএনপির, আওয়ামী লীগের নেই : পানিসম্পদ উপমন্ত্রী হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসাবে নিযুক্ত হলেন মুফতী খলিল কাসেমী তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোগান আ.লীগকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না: প্রধানমন্ত্রী আল্লামা ইয়াহইয়া (রহ.)-এর জানাযা ও দাফন সম্পন্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে জুনে আবারও হোঁচট খেয়ে পড়ে গেলেন জো বাইডেন

সেই তিনটি দেশে ফের চালু হচ্ছে রাশিয়ার তেল সরবরাহ

ইউক্রেনের মধ্য দিয়ে যাওয়া দ্রুজবা পাইপ লাইনের মাধ্যমে এ তিনটি দেশে তেল পাঠায় রাশিয়া। এজন্য ইউক্রেনীয় অপারেটর ইক্রট্রান্সনাফতাকে ভাড়া দেয় রাশিয়ার রাষ্ট্রীয় পাইপলাইন পরিচালনাকারী সংস্থা ট্রান্সনেফ্ট।

কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে পাইপলাইনের মধ্যদিয়ে তেল পরিবহনের ভাড়া পরিশোধ করতে না পারায় দেশ তিনটিতে তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয় বলে মঙ্গলবার জানিয়েছিল ট্রান্সনেফ্ট।

অবশেষে বুধবারই এ সমস্যার সমাধান হয়েছে। হাঙ্গেরির জ্বালানি গ্রুপ এমওএল রাশিয়ার হয়ে ভাড়ার অর্থ পরিশোধ করে দেয়। এরপর জানানো হয় ফের এ তিনটি দেশে তেল সরবরাহ শুরু হবে এবং এটি বুধবারই।

ভাড়ার অর্থ না পাওয়ায় ৪ আগস্ট থেকে দ্রুজবা পাইপলাইনে তেল সরবরাহ বন্ধ ছিল। ফলে এ তিনটি দেশে তেল নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে হাঙ্গেরির হস্তক্ষেপে এখন সেই শঙ্কা কেটে গেছে।

সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com