বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০১:৫৬ পূর্বাহ্ন
আরাফাত নুর:
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হকসহ কারাবন্দী ইসলামী নেতৃবৃন্দ ও তৌহিদী জনতার মুক্তির দাবীতে দেশব্যাপী “গণস্বাক্ষর কর্মসূচি” চালাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত যুব মজলিস।
দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, গণস্বাক্ষর কর্মসূচিতে দেশব্যাপী ব্যাপক সাড়া পড়েছে। তবে কোন কোন জায়গায় গণস্বাক্ষর কর্মসূচিতেও প্রশাসনের বাধার সম্মুখিন হচ্ছেন তারা।
গত ১৩ আগষ্ট বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার ৩য় অধিবেশনে দলটির আমীর শাইখুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরীর স্বাক্ষরের মাধ্যমে এই “গণস্বাক্ষর কর্মসূচি”র উদ্বোধন করা হয়।
সরেজমীনে দেখা যায়; সোমবার বেলা ১২ টায় মুহাম্মাদপুর আল্লাহ করিম মসজিদের সামনে যুব মজলিসের প্রথম সারির কয়েকজন নেতা বসে গণস্বাক্ষর সংগ্রহ করছেন। এ সময় স্বাক্ষর দিতে আসা জনতার ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা গেছে। ওই সময় কথা হয় কামরাঙ্গীচরের বাসিন্দা কামরুজ্জামানের সঙ্গে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। তিনি বলেন, আমি মনে করি মাওলানা মামুনুল হকের সাথে পুরোপুরিই অন্যায় করা হচ্ছে। তাকে তার অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে । তাই এই গণস্বাক্ষর বইয়ে স্বাক্ষর করেছি। তবে এই ধরনের কর্মসূচি দিয়ে তাকে মুক্ত করা যাবে বলে আমি মনে করি না।