বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
‘বর্তমান সময়ে ছাত্র-উস্তাদদের মনোযোগ বিধ্বংসী হাতিয়ার হচ্ছে মোবাইল’ জনগণ এখন সচেতন, ভোটাধিকার কেড়ে নিলে ছেড়ে দেয়না: প্রধানমন্ত্রী তীব্র তাপদাহ : এবার দাখিল পর্যায়ের সব মাদরাসাও বন্ধ ঘোষণা দেশ ছেড়ে পালানোর অভ্যাস বিএনপির, আওয়ামী লীগের নেই : পানিসম্পদ উপমন্ত্রী হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসাবে নিযুক্ত হলেন মুফতী খলিল কাসেমী তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোগান আ.লীগকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না: প্রধানমন্ত্রী আল্লামা ইয়াহইয়া (রহ.)-এর জানাযা ও দাফন সম্পন্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে জুনে আবারও হোঁচট খেয়ে পড়ে গেলেন জো বাইডেন

মাওলানা মামুনুল হকের মুক্তি চেয়ে দেশব্যাপী চলছে “গণস্বাক্ষর কর্মসূচি”

আরাফাত নুর:

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হকসহ কারাবন্দী ইসলামী নেতৃবৃন্দ ও তৌহিদী জনতার মুক্তির দাবীতে দেশব্যাপী “গণস্বাক্ষর কর্মসূচি” চালাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত যুব মজলিস।

দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, গণস্বাক্ষর কর্মসূচিতে দেশব্যাপী ব্যাপক সাড়া পড়েছে। তবে কোন কোন জায়গায়  গণস্বাক্ষর কর্মসূচিতেও  প্রশাসনের বাধার সম্মুখিন হচ্ছেন তারা।

 

 

গত ১৩ আগষ্ট বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার ৩য় অধিবেশনে দলটির আমীর শাইখুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরীর স্বাক্ষরের মাধ্যমে এই “গণস্বাক্ষর কর্মসূচি”র  উদ্বোধন করা হয়।

সরেজমীনে দেখা যায়; সোমবার বেলা ১২ টায় মুহাম্মাদপুর আল্লাহ করিম মসজিদের সামনে যুব মজলিসের প্রথম  সারির কয়েকজন নেতা বসে গণস্বাক্ষর সংগ্রহ করছেন। এ সময় স্বাক্ষর দিতে আসা জনতার ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা গেছে। ওই সময় কথা হয় কামরাঙ্গীচরের বাসিন্দা  কামরুজ্জামানের সঙ্গে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। তিনি বলেন, আমি মনে করি মাওলানা মামুনুল হকের সাথে পুরোপুরিই অন্যায় করা হচ্ছে। তাকে তার অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে । তাই এই গণস্বাক্ষর বইয়ে স্বাক্ষর করেছি। তবে এই ধরনের কর্মসূচি দিয়ে তাকে মুক্ত করা যাবে বলে আমি মনে করি না।

এ সময় দলীয় নেতাকর্মী থেকে শুরু করে ছাত্র-শিক্ষক, পেশাজীবী,চাকরিজীবী, দিনমজুর ও খেটে খাওয়া মানুষদেরকেও এই”গণস্বাক্ষর কর্মসূচি”তে অংশ নিতে দেখা গেছে।
এদিকে রাজধানী ঢাকার বাইরেও  গণস্বাক্ষর কর্মসূচিতে জনতার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। ময়মনসিংহ , ত্রিশাল, গাজিপুর, নরসিংদী, ফরিদপুর, নারায়নগঞ্জসহ সারা দেশে একযোগে এই “গণস্বাক্ষর কর্মসূচি” চলছে। দলীয় নেতাকর্মীরা বলছেন-মাওলানা মুহাম্মাদ মামুনুল হকসহ কারাবন্দী ইসলামী নেতৃবৃন্দ ও তৌহিদী জনতার মুক্তির পূর্ব পর্যন্ত এই “গণস্বাক্ষর কর্মসূচি” অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com