বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
‘বর্তমান সময়ে ছাত্র-উস্তাদদের মনোযোগ বিধ্বংসী হাতিয়ার হচ্ছে মোবাইল’ জনগণ এখন সচেতন, ভোটাধিকার কেড়ে নিলে ছেড়ে দেয়না: প্রধানমন্ত্রী তীব্র তাপদাহ : এবার দাখিল পর্যায়ের সব মাদরাসাও বন্ধ ঘোষণা দেশ ছেড়ে পালানোর অভ্যাস বিএনপির, আওয়ামী লীগের নেই : পানিসম্পদ উপমন্ত্রী হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসাবে নিযুক্ত হলেন মুফতী খলিল কাসেমী তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোগান আ.লীগকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না: প্রধানমন্ত্রী আল্লামা ইয়াহইয়া (রহ.)-এর জানাযা ও দাফন সম্পন্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে জুনে আবারও হোঁচট খেয়ে পড়ে গেলেন জো বাইডেন

চীনে গাধা ও কুকুর রফতানি করতে যাচ্ছে পাকিস্তান

যুবকণ্ঠ ডেস্ক:

চীনে গাধা ও কুকুর রফতানি করতে যাচ্ছে পাকিস্তান। সম্প্রতি আমদানি-রফতানি সংক্রান্ত এক বৈঠকে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় ও সিনেটের স্থায়ী কমিটির কর্মকর্তাদের এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানা গেছে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামাবাদে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত পাকিস্তান থেকে মাংস আমদানির বিষয়ে একাধিকবার কথা বলেছেন। তাই বৈঠকে কমিটির একজন সদস্য পরামর্শ দিয়েছেন যে, আফগানিস্তানে পশুর দাম তুলনামূলকভাবে সস্তা হওয়ায় পাকিস্তান সেখান থেকে মাংস আমদানি করে চীনে রফতানি করতে পারে।

যদিও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়, আফগানিস্তান থেকে পশু আমদানি সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। কারণ সেখানে অনেক পশুর মধ্যে চর্মরোগের খবর পাওয়া গেছে।

চীনে গাধার ব্যাপক চাহিদা রয়েছে। কারণ গাধার চামড়া থেকে ওষুধ তৈরি করে দেশটি। মূলত রক্তে পুষ্টি জোগাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই চামড়া ব্যবহার করা হয়।

অন্যদিকে পাকিস্তানে গাধার ব্যাপক জোগান রয়েছে। গাধার সংখ্যায় পাকিস্তান বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। বর্তমানে দেশটিতে প্রায় ৫৭ লাখ গাধা রয়েছে। এর আগেও চীনে গাধা রফতানি করেছে পাকিস্তান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com