শুক্রবার, ০২ Jun ২০২৩, ০৩:৫৭ অপরাহ্ন
যুবকণ্ঠ ডেস্ক:
আজ শুক্রবার বাদ আসর উত্তরায় স্থানীয় এক মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসাবে “দাওয়াতি মাহফিল” অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ন মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মানুষের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি আল্লাহ পাক দ্বীনের মধ্যে,দ্বীনের মধ্যে কোরআনের মধ্যে সুন্নাহর মধ্যে রেখেছেন। সুতরাং এই শান্তি যদি ব্যাক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে হয়,তাহলে খেলাফতের আলা মিনহাজুন্নাবুয়্যার বিকল্প নেই।তিনি বলেন আজ দেশের জনগণের মাঝে যেই অস্থিরতা চলছে,অবিশ্বাস তৈরি হয়েছে, কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্রব্যবস্থা কাইয়াম না থাকার কারণেই হয়েছে। আজ যদি দেশে খোদাভীরু আল্লাহ ওয়ালা ব্যক্তিদের মাধ্যমে দেশের শাসন পরিচালিত হতো তাহলে দেশে কোন দুর্নীতি হত না ব্যাংক ডাকাতি হতো না,ঋণ খেলাপি হতো না,ব্যাংক জালিয়াতি হতো না, দেশের টাকা লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি গাড়ি বানাতে পারতো না।তাই আসুন দুর্নীতিমুক্ত,জুলুম মুক্ত,রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে সাড়া দিয়ে দ্বীন বিজয়ী সংগ্রামী কাফেলায় নিজের নামটুকু লিখে নেই।মনে রাখবেন তন্ত্র-মন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ। উক্ত দাওয়াতি মাহফিলে সভাপতিত্ব করেন উত্তরার অন্যতম আলেমেদ্বীন মুফতি নেয়ামতুল্লাহ আমিন।অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরিফ হোসাইন, মহানগর সহ সভাপতি মাওলানা হাসান জুনাইদ, যুবমজলিস নেতা মাওলানা মুর্শেদ সিদ্দিকী, মাওলানা আমিরুদ্দীন ফয়েজী,মাওলানা ফয়সাল মাহমুদ, মাওলানা ফজলুল হক সিদ্দিকী,মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।