রবিবার, ০৪ Jun ২০২৩, ০৪:১৯ অপরাহ্ন

শিরোনাম :

বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলার আহ্বায়ক কমিটি গঠন

যুবকণ্ঠ ডেস্ক:

বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় একটি মাদরাসা মিলনায়তনে কারী আতাউল হকের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলান ফজলুর রহমান।

সভায় মাওলানা কারী আতাউল হককে আহ্বায়ক ও মাওলানা ইবরাহীম খলীলকে সদস্য সচিব করে রংপুর জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন যুগ্মআহ্বায়ক মওলানা জুনায়েদুল্লাহ, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা ইউসুফ আলী, সদস্য মুহাম্মদ সোহরাব হুসাইন, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা রেজাউল করিম, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ আসাদুল্লাহ, মাওলানা নুর আলম, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা আবু হোরায়রা, মুহাম্মদ মামুনুর রশীদ, মুহাম্মদ ইয়ামিন।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com