বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ন
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর আয়োজিত তিন দিনব্যাপী কর্মী কর্মশালা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
৩’রা ডিসেম্বর সন্ধ্যা থেকে শুরু হওয়া এই কর্মশালা আজ ৬ই ডিসেম্বর দুপুর নাগাদ শেষ হয়।
মহানগর উত্তর সভাপতি মুহাম্মাদ আনওয়ার হুসাইন রিয়াদের সভাপতিত্বে শুরু হওয়া কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য সদ্যমুক্ত কারা নির্যাতিত আলেমে দ্বীন মাওলানা ফয়সাল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ কামালুদ্দীন। এছাড়া মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।