মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন
আজ নয়া পল্টনে বি এনপির শান্তিপূর্ণ সমাবেশে ন্যাক্কারজনকভাবে হামলা ও গণহারে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ আজ এক বিবৃতিতে বলেছেন, বি এনপির দলীয় অফিসের সামনে শান্তিপূর্ন সমাবেশে পুলিশের হামলা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। গণতান্ত্রিক অধিকার লংঙ্ঘন করা হয়েছে। একটি রাজনৈতিক দলের অফিসে এভাবে হামলা করে নেতা কর্মীদের গ্রেফতার করে দেশের রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করা হয়েছে। এটা কোনোভাবেই দেশের জনগণ ভালো চোখে দেখছে না। রাজনৈতিক প্রতিহিংসা ও আগ্রাসী মনোভাব পরিহার এবং বিরোধী দলের নেতা কর্মীদের দমন পীড়ন বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। নেতৃদ্বয় আজ ৭ ডিসেম্বর বিএনপির অফিসের সামনে ও অফিসের ভিতরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানান। নেতৃদ্বয় দেশ ও জাতির স্বার্থে শান্তিপূর্ণ সভা সমাবেশ করার জন্য সার্বিক সহযোগিতা করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।