বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
‘বর্তমান সময়ে ছাত্র-উস্তাদদের মনোযোগ বিধ্বংসী হাতিয়ার হচ্ছে মোবাইল’ জনগণ এখন সচেতন, ভোটাধিকার কেড়ে নিলে ছেড়ে দেয়না: প্রধানমন্ত্রী তীব্র তাপদাহ : এবার দাখিল পর্যায়ের সব মাদরাসাও বন্ধ ঘোষণা দেশ ছেড়ে পালানোর অভ্যাস বিএনপির, আওয়ামী লীগের নেই : পানিসম্পদ উপমন্ত্রী হাটহাজারী মাদরাসার মহাপরিচালক হিসাবে নিযুক্ত হলেন মুফতী খলিল কাসেমী তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোগান আ.লীগকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না: প্রধানমন্ত্রী আল্লামা ইয়াহইয়া (রহ.)-এর জানাযা ও দাফন সম্পন্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে জুনে আবারও হোঁচট খেয়ে পড়ে গেলেন জো বাইডেন

এখন থেকে ওমরাহ করতে পারবে ৫ বছরের শিশুরাও

যুবকণ্ঠ ডেস্ক:

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে পাঁচ বছর বয়সী শিশুরাও ওমরাহ করার অনুমতি পাবে। তবে শিশুদের ওমরাহ অনুমতি পাওয়ার জন্য অবশ্যই করোনা ভাইরাসের সংক্রমিত নয়, তার প্রমাণপত্র দিতে হবে।

আজ রোববার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজে এক প্রতিবেদনে বলা হয়, যারা শারীরিক বা আর্থিকভাবে হজের আচার-অনুষ্ঠানের সামর্থ্য রাখে, এমন লাখ লাখ মুসলমান প্রতি বছর ওমরাহ পালন করতে সৌদি আরবে ভিড় করেন। তাদের কথা চিন্তা করে এবার ন্যূনতম বয়স পাঁচে নামিয়ে এনেছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে শিশুদের অবশ্যই তাদের বাবা-মাকে সঙ্গে নিয়ে প্রবেশ করতে হবে।

সৌদি আরব সম্প্রতি পবিত্র মক্কা ও মদিনা পরিদর্শন ও লোকদের সুবিধার জন্য ই-ভিসা চালু করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ই-ভিসার মাধ্যমে এখন নাগরিকরা ওমরাহ এবং দেশটির ধর্মীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের জন্য আবেদন করতে পারবেন।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com