বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০১:১২ পূর্বাহ্ন
দক্ষিণ কোরিয়ার কারখানাতে মিটারগেজ রেলকোচ তৈরি হচ্ছে।আশা করা যাচ্ছে কোচগুলো খুব শীঘ্রই দেশে এসে পৌছাবে।
বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান – “এ যাত্রীবাহী ক্যারেজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্টেইনলেস স্টিল বডি, বায়ো-টয়লেট যুক্ত থাকবে, স্বয়ংক্রিয় এয়ার ব্রেক ব্যবস্থা, স্বয়ংক্রিয় স্লাইডিং ডোরসহ আধুনিক সুবিধা যুক্ত থাকবে।”
১৫০ টি কোচের মধ্যে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপিং বার্থ ৩০টি, শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ ৩৮টি, শোভন চেয়ার মোট ৪৪টি, খাবার গাড়ীসহ শোভন চেয়ার কোচ ১৬টি, পাওয়ার গাড়ীসহ শোভন চেয়ারকোচ ১২টি, রাষ্ট্রীয় পরিদর্শনের জন্য বুলেটপ্রুফ গাড়ী একটি, খাবার গাড়ী একটি, পাওয়ার গাড়ী একটি এবং পরিদর্শন কার একটি।
এই ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা এস. এম. সলিমুল্লাহ বাহার আজাদীকে বলেন, আমাদের নতুন আরো ১৫০টি মিটারগেজ কোচ আসছে দক্ষিণ কোরিয়া থেকে। নতুন এক কোচ দিয়ে কক্সবাজার রুটে নতুন ট্রেন চালানো হবে। চলতি অর্থ বছরে এবং আগামী অর্থ বছরে মিলে মোট ১৫০টি কোচ আসবে। আগামী জুলাই থেকে জুনে আসবে ৫০টি এবং পরে আসবে অবশিষ্ট ১০০টি কোচ।এছাড়াও কক্সবাজার রুটে টুরিস্ট ট্রেন চালানোর জন্য টুরিস্ট কোচও আমদানি করা হবে। তবে এখনো এই প্রকল্পের অর্থায়ন নিশ্চিত হয়নি। অর্থায়ন নিশ্চিত হওয়ার সাথে সাথে টুরিস্ট কোচও আমদানি করা হবে। এছাড়াও চট্টগ্রাম-দোহাজারী পর্যন্ত ৪৫ কিলোমিটার ডুয়েলগেজ রেললাইন নির্মাণেও প্রকল্প গ্রহণ করা হয়েছে। এডিবির অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হবে বলে জানান প্রধান পরিকল্পনা কর্মকর্তা এস. এম. সলিমুল্লাহ বাহার।
ছবি- আসিফ আহমেদ ভাই