মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ০১:৫৩ অপরাহ্ন
২০২৫ সালের মধ্যে ধূমপানমুক্ত দেশ গড়তে চায় নিউজিল্যান্ড সরকার। সেই লক্ষ্যে দেশটির পার্লামেন্টে ধূমপান আইন পাস হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এটি পাস হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নতুন আইন অনুযায়ী, ২০০৮ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণকারীরা সিগারেট কিনতে পারবে না। এ আইন না মানলে ৯৫ হাজার ৯১০ ডলার জরিমানা করা হবে।
বিশ্লেষকরা বলছেন, এ আইন তামাকজাত পণ্যের বিক্রি কমিয়ে দেবে। সেই সঙ্গে খুচরা বিক্রেতার সংখ্যা ৯০ শতাংশ হ্রাস পাবে।
নিউজিল্যান্ডের সহযোগী স্বাস্থ্যমন্ত্রী আয়েশা ভেরাল বলেন, আইনটি ধূমপানমুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে আমাদের সহায়তা করবে। ফলে হাজার হাজার মানুষ দীর্ঘায়ু পাবে। সুস্বাস্থ্য নিয়ে জীবনযাপন করতে পারবে তারা।
বর্তমানে নিউজিল্যান্ডে লাইসেন্সপ্রাপ্ত খুচরা তামাক পণ্য বিক্রেতার সংখ্যা ৬ হাজার। ২০২৩ সাল নাগাদ তা ৬০০তে আনা হবে।
সাধারণত, নিউজিল্যান্ডে ধূমপানের হার খুবই কম। দেশটির মাত্র ৮ শতাংশ মানুষ প্রতিদিন ধূমপান করেন। সেটা আগামীতে শূন্যের কোটায় নামিয়ে আনার কথা ভাবা হচ্ছে।