শনিবার, ০৩ Jun ২০২৩, ০৬:৩৪ অপরাহ্ন
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ভারতের কর্ণাটকের এক সরকারি স্কুলের প্রধান শিক্ষককে শ্রেণিকক্ষের মধ্যে ফেলে প্রকাশে মারধর করেছে ওই স্কুলের ছাত্রীরা। খবর এনডিটিভি।
কর্ণাটকের কাতিরি সরকার মাধ্যমিক স্কুলের ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্কুল হোস্টেলের এক ছাত্রীর সঙ্গে অসাদাচরণ করেছেন।
এ ঘটনার পরই ওই ছাত্রী শিক্ষককে দেখে নেওয়ার জন্য অন্যদের জানায়। রাস্তায় ফেলে প্রধান শিক্ষককে পেটানোর দৃশ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মেয়েরা মিলে একজন লোককে পেটাচ্ছে।
অন্য এক ভিডিওতে দেখা গেছে, ছাত্রীরা প্রধান শিক্ষককে মারতে গেলে স্কুলের স্টাফ এবং শিক্ষকরা তাদের শান্ত করার চেষ্টা করেন এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।
ঘটনার সময় প্রধান শিক্ষক নিজেকে একটি শ্রেণিকক্ষে তালাবদ্ধ করার চেষ্টা করেন। কিন্তু মেয়েরা লাঠি হাতে সজ্জিত হয়ে রুমে ঢুকে তাকে মারধর করে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, কিছুদিন আগে এক ছাত্রীকে যৌন নির্ধারণ করেন ওই শিক্ষক।
এ ঘটনার পর পুলিশ স্কুল থেকে ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এছাড়া ঘটনার বিস্তারিত জানতে তদন্ত করা হচ্ছে।