শনিবার, ০৩ Jun ২০২৩, ০৪:১১ অপরাহ্ন

চলতি মাসেই মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দীদের মুক্তি চায় হেফাজত

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আতাউল্লাহ আমিন বলেছেন, মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দীকে ২০২২ শেষ হওয়ার আগেই মুক্তি দিতে হবে।

আজ (১৭ ডিসেম্বর) শনিবার সকাল ৯টায় রাজধানী ঢাকার গুলিস্তানস্থ কাজী বশির মিলনায়তনে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি কর্তৃক ঘোষিত ১৩ দফা দাবি আদায়, কারাবন্দী হেফাজত নেতা-কর্মীদের মুক্তি ও হেফাজতের নামে ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত হওয়া সব মামলা প্রত্যাহার ও জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা সঙ্কোচনের প্রতিবাদ, পাবলিক পরীক্ষায় ধর্ম বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষার ব্যবস্থা করা এবং জাতীয় শিক্ষা কমিশনে হক্কানি আলেম প্রতিনিধি রাখার দাবিতে হেফাজতে ইসলাম বাংলাশের উদ্যোগে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরিস ও প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আযহারীর যৌথ সঞ্চালনায় উদ্বধোনী বক্তব্য দিয়েছেন মহাসচিব মাওলানা শায়খ সাজিদুর রহমান। বক্তব্য রাখেন, সদ্য কারামুক্ত মুফতি ফখরুল ইসলাম, মুফতি আবদুর রহীম কাসেমী, জামিয়া নূরিয়ার শিক্ষক মুফতি সুলতান মুহিউদ্দন, মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, মাওলানা খালেদ বিন নূর প্রমুখ।

হেফাজত আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত আছেন, হেফাজতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা আবদুল বাছির, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী ময়মনসিংহ, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, ঢাকা মহানগর সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী প্রমুখ।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com