শনিবার, ০৩ Jun ২০২৩, ০৫:৪৮ অপরাহ্ন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মহান বিজয় দিবসের উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে হিন্দি গানের সঙ্গে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু তালেবের অশ্লীল নাচের ভিডিও ভাইরাল হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) বিষয়টি জানা যায়। এ ঘটনায় বিভিন্ন স্তরের মানুষের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইলে ধারণ করা ১ মিনিট ৪৮ সেকেন্ডের এ ভিডিওতে দেখা যায়, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিজয় দিবস পালন ও কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে হিন্দি গানের সঙ্গে নাচ করেন আবু তালেব।
স্থানীয়রা বলেন, এর আগেও অন্য অনুষ্ঠানে এ ধরনের অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। জনপ্রতিনিধিদের কাছে মানুষ এ ধরনের কাজ পছন্দ করেন না।
এ বিষয়ে অভিযুক্ত আবু তালেব বলেন, অনুষ্ঠানের সময় চেয়ারম্যান, মেম্বার, দলীয় নেতাকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন। গতবার তিনি একজনের সঙ্গে নাচ করায় এবার সবাই তাকে অনুরোধ করেন। সবার অনুরোধে তিনি মঞ্চে উঠে নাচ করেন। তবে পরবর্তীতে তিনি বিষয়টি ভেবে অনুতপ্ত হয়েছেন। ভবিষ্যতে আর এমন করবেন না বলেও দুঃখ প্রকাশ করেন তিনি।
নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজ ইকবাল বলেন, বিজয় দিবসে ইউনিয়ন আওয়ামী লীগ ও পরিষদ আলাদা আলাদা অনুষ্ঠান করেছে। তাদের অনুষ্ঠান ছিল সোনাপুর বাজারের পার্টি অফিসে এবং চেয়ারম্যান করেছে পরিষদের সামনে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানে হিন্দিগান বাজিয়ে নাচের বিষয়টি তিনি জানেন না। তবে এটা যদি হয়ে থাকে, তাহলে তারা ঠিক করেনি।
নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদশা আলমগীর বলেন, মহান বিজয় দিবস উদযাপনে তারা সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর বিজয় র্যালি বের করেন। দুপুরে দুস্থদের মাঝে কম্বল বিতরণ এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। এতে স্থানীয় লোক, দলীয় নেতাকর্মী, শিক্ষকসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের গান বাজানো হয়েছে। ওই সময় উপস্থিত মানুষের অনুরোধে ওই মেম্বার মঞ্চে উঠে একটি গানের সঙ্গে নাচ করেছেন।
তিনি আরও বলেন, আবু তালেব একজন সংস্কৃতিমনা মানুষ। তবে সেটা অশ্লীল কোনো নাচ ছিল না। মাত্র কয়েক মিনিট গানটি বাজার পর বন্ধ করে দেওয়া হয়। মেম্বরের সঙ্গে যে মেয়েটি নাচে অংশগ্রহণ করেছে, তিনি বিকাশ শিল্প গোষ্ঠীর।