নিজস্ব ডেস্ক:
- ১৯ ডিসেম্বর, ২০২২ /
বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা সংকোচন করে আগামী প্রজন্মকে ইসলাম বিমূখ করার ষড়যন্ত্র চলছে। ৯০ ভাগ মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থায় হিন্দুয়ানী শিক্ষা কোনোভাবেই দেশের জনগণ মেনে নিবে না। শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামুলক করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, মানুষ মহাকষ্টে আছে, মানুষের দুর্দশা দেখার মতো মনে হয় কোনো সরকার নেই। দিন দিনই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। কোনো ভাবেই বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বাজার নিয়ন্ত্রনে কার্যকরী উদ্যোগ গ্রহন করতে হবে।
তিনি সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাগারে বন্দী আলেম উলামাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আজ পুরানা পল্টনস্থ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিসে মাসিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা সংকোচনের প্রতিবাদ, সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিরোধ, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ বন্দী উলামাদের মুক্তি ও খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার দাবীতে আগামী ৪ ফেব্রুয়ারি’২৩ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা রেজাঊল করিম জালালী, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান্ আলী, মাওলানা আব্দুল আজিজ, মুফতি শরাফত হোসাইন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সাল আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, নির্বাহী সদস্য, মাওলানা সাব্বির আহমদ উসমানী, মাওলানা রুহুল আমীন খান প্রমূখ।