মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ০১:৩৩ অপরাহ্ন
আরাফাত নুর:
বগুড়ার গাবতলী উপজেলার পীরগাছার মমিনখাদাতে আসছেন রাজধানী ঢাকার বিশিষ্ট আলেমেদ্বীন, তারুণ্যের অহংকার, বাংলাদেশ বিমান জামে মসজিদের সম্মানিত ইমাম, উত্তরা বাইতুল মুমিন মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি নেয়ামতুল্লা আমিন । জানা যায়, মমিনখাদা উত্তর পাড়া রওজাতুস সুন্নাহ হাফিজিয়া মাদরাসার বার্ষিক মাহফিলে তিনি উপস্থিত হবেন।
শনিবার (৩১ ডিসেম্বর) রাতে মমিনখাদা উত্তর পাড়া রওজাতুস সুন্নাহ হাফিজিয়া মাদরাসার মাঠে প্রধান বক্তার আলোচনা তুলে ধরবেন তিনি।
মাহফিলের আয়োজক কমিটির সদস্য রওজাতুস সুন্নাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ফজলুল হক জানান, আজ রাতে প্রধান বক্তা মুফতি নেয়ামতুল্লাহ আমিন সাহেব আলোচনা পেশ করবেন। আমরা আশা রাখি এ মাহফিলে আলোচনা শুনতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান মাহফিলে অংশ নিবেন। এসময় আরও আলোচনা তুলে ধরবেন মাওলানা কারি আব্দুল মজিদ, এবং মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব।
আয়োজক কমিটি জানান, ২দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজ প্রথম দিন। আর দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন আর্তজাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী।