বৃহস্পতিবার, ০৮ Jun ২০২৩, ০১:২৫ পূর্বাহ্ন
বাংলাদেশের টঙ্গিতে অনুষ্ঠিত মুসলমানদের বৃহত্তর জমায়েত বিশ্ব ইজতেমায় যোগ দিতে ভারতের ত্রিপুরা রাজ্যসহ উত্তর-পূর্বাঞ্চলের (পূর্বোত্তর ভারত) বিভিন্ন রাজ্যের বিপুলসংখ্যক মুসল্লি আখাউড়া-আগরতলা স্থলবন্দর ইমিগ্রেশন সীমান্ত পথে ইতোমধ্যে আসতে শুরু করেছেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুর পর্যন্ত প্রায় শতাধিক ভারতীয় মেহমান ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছেন।
ভারতীয় মুসল্লিরা আখাউড়া স্থলবন্দর থেকে বাস কিংবা আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ট্রেনযোগে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে আসছেন।
রাজধানীর নিকটবর্তী গাজীপুরে টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ১৩ জানুয়ারি থেকে ৫৬তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমাকে সফল করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, জড়ো হচ্ছেন মুসল্লিরা। শুক্রবার ফজর বাদ আমবয়ানের মধ্যদিয়ে শুরু হবে প্রথম পর্বের এ বিশ্ব ইজতেমা।