শনিবার, ০৩ Jun ২০২৩, ০৪:৫৩ অপরাহ্ন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন।
পাকিস্তানের নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারের অবমাননার মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে।
একই মামলায় ইমরান খানের দল তেহরিকে ইনসাফের সেক্রেটারি আসাদ উমর ও দলের সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের সদস্য নিসার দুররানির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ মামলার শুনানি করেন।
ইমরান খান, আসাদ উমর ও ফাওয়াদ চৌধুরীর উপস্থিতি থেকে দায়মুক্তির আবেদনও খারিজ করে দিয়েছে বেঞ্চ।
সূত্র : ডেইলি জঙ্গ