শনিবার, ০৩ Jun ২০২৩, ০৪:৫৪ অপরাহ্ন
যুবকণ্ঠ ডেস্ক:
রাজধানীর উত্তরার দ্বীনি বিদ্যাপীঠ বাইতুল মুমিন মাদরাসার সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ই জানুয়ারি) সন্ধ্যায় মাদরাসার মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধী ও অভিভাবক সমাবেশ উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত মাদরাসা প্রাঙ্গণ সকাল থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের পদভারে মুখরিত হয়ে ওঠে। এতে প্রায় তিন শতাধিক অভিভাবক উপস্থিত হোন।
মনিরুজ্জামান কাউসারের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইতুল মুমিন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি নেয়ামতুল্লাহ আমিন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফতি নেয়ামতুল্লাহ আমিন বলেন, ‘সন্তানদেরকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে হলে দ্বীনি শিক্ষার বিকল্প নাই। আধুনিক শিক্ষা ও দ্বীনী শিক্ষার মাধ্যমে সন্তানদের গড়ে তুলতে পারলে দুনিয়ার কল্যাণ ও পরকালের মুক্তি নিশ্চিত করা যাবে। ইসলামী শিক্ষার প্রচার প্রসারে দেশের কওমি মাদ্রাসাগুলো অগ্রণী ভূমিকা পালন করা যাচ্ছে। বাইতুল মুমিন মাদরাসা দ্বীনি ও আধুনিক শিক্ষার মাধ্যমে আলোকিত সমাজ গড়ার লক্ষ্যকে সামনে নিয়ে আদর্শ নাগরিক তৈরীর উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। আলোকিত প্রজন্মের প্রত্যাশায় দ্বীনি বুনিয়াদী শিক্ষা খুবই অপরিহার্য।’
এ সময় তিনি বাইতুল মুমিন মাদরাসায় সন্তানদের ভর্তি করিয়ে উভয় জাহানের কল্যাণ হাসিল করার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।