শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০২:৪২ অপরাহ্ন
শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক কেঁপে উঠার আজ এক সপ্তাহ পূর্ণ হলো। ধ্বংসস্তুপ থেকে এখনো অলৌকিকভাবে উদ্ধার হচ্ছে প্রাণ! সৃষ্টি হচ্ছে আবেগঘন পরিবেশ।
সোমবার হাতেই প্রদেশ থেকে জীবিত বের করে আনা হয়েছে বাবা-মেয়েকে! তাদের অবস্থা খুব নাজুক। চোখ ফ্যাকাশে, মুখ ধুলো-বালিতে মাখা, উস্কো চুল! বের করে আনার পর দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয়।
কিন্তু দীর্ঘ সময় পরও জীবিতদের বের করে আনতে পেরে আনন্দে একে অপরকে জড়িয়ে ধরছে উদ্ধারকর্মীরা।
ইতোমধ্যে তুরস্কে ২৯ হাজার ৬০৫ জনের মৃত্যু হয়েছে। আরো নিহতের আশঙ্কা রয়েছে।
সূত্র : আল-জাজিরা