শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০২:৩৬ অপরাহ্ন

ওবায়দুল কাদেরের ভালোবাসা দিবসের স্ট্যাটাস ভাইরাল

আজ বসন্ত। আজ ভালোবাসার দিন। দিনটি উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন- ‘শুভ ভালোবাসা দিবস।’স্ট্যাটাসের সঙ্গে বেশ কয়েকটি হাস্যোজ্জ্বল ছবিও যুক্ত করে দেন। তার স্ট্যাটাসটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওবায়দুল কাদেরের স্ট্যাটাসের কমেন্ট বক্সে সবাই তাকেও ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

তামান্না নুসরাত বুবলী এমপি লিখেছেন- ‘ভালোবাসা ও বসন্তের শুভেচ্ছা রইল লিডার।’

নাজনীন মুন্নি নামে একজন লিখেছেন- ‘আপনি ছাড়া এই উইশ আজ কেউ করেনি। অনেক ধন্যবাদ।’

সংগীত শিল্পী এসডি রুবেল লেখেন- ভালোবাসার অফুরন্ত রঙে বর্ণিল হোক আপনার ভালোবাসা দিবস। দীর্ঘজীবন এবং সুস্থতায় জড়িয়ে থাকুক পৃথিবীর সবচাইতে দামি উপহার ‘মানুষের অকৃত্রিম ভালবাসা’।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com