শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০২:০৫ অপরাহ্ন

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে ফিরলেও, অব্যাহত থাকা নিয়ে সংশয়

কয়লা সরবরাহ স্বাভাবিক হওয়ায় এক মাসের মাথায় আবার উৎপাদনে ফিরেছে বাংলাদেশের অন্যতম বড় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। তবে ডলার সংকট অব্যাহত থাকায় কয়লা আমদানি অব্যাহত রাখা যাবে কিনা সেটা নিয়ে সংশয় পুরোপুরি কাটেনি।

এই বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা বাগেরহাটের রামপাল উপজেলায়। গত বছরের ১৫ই আগস্ট এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়।

পরে ১৭ই ডিসেম্বর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। বিদ্যুৎ কেন্দ্রটি ২৩শে ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ প্রস্তুত বলে বিদ্যুৎ বিভাগকে সুপারিশ করে।

তবে কয়লা সংকটের ফলে গত ১৪ই জানুয়ারি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যায়।

ডলার সংকট কারণে কয়লা আমদানির জন্য এলসি খুলতে না পারায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তখন থেকেই কয়লা আমদানির চেষ্টা চালিয়ে আসছিল বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) কর্তৃপক্ষ।

bbc

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com