শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:২৩ অপরাহ্ন

মুসলিম মেয়েদের প্রেমের ফাঁদে ফেললেই মিলবে নিরাপত্তা ও লোভনীয় কর্মসংস্থান: রাম সেনা

মুসলিম ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বহুল আলোচিত একটি শব্দ হলো লাভ-জিহাদ। তবে এবার এই শব্দটির ভিন্ন প্রয়োগ দেখা গেল গেরুয়া বাহিনীর এক নেতার কাছ থেকেই। শ্রীরাম সেনার প্রধান প্রমোদ মুথালিক তিনি হিন্দু যুবকদের উদ্দেশ্যে বলেছেন, মুসলিম মেয়েদের ফাঁদে ফেলার জন্য। আর হিন্দু যুবকরা তা যদি করতে পারে, তাহলে নিরাপত্তা ও কর্মসংস্থানের আশ্বাসও দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) কর্ণাটকের বাগালকোটে একটি সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সারা দেশে হাজার হাজার হিন্দু মেয়ে ভালবাসার মাধ্যমে প্রতারিত হয়। পরিস্থিতি এখনও আগের মতোই রয়ে গিয়েছে। হিন্দু মেয়েরা লাভ জিহাদের মাধ্যমে শোষিত হচ্ছে।

তিনি আরো বলেন, হিন্দুরাও জানে যে কীভাবে মুসলিম মেয়েদের ফাঁদে ফেলতে হয়। যদি লাভ জিহাদের মাধ্যমে একটি হিন্দু মেয়ে হারিয়ে যায়, তাহলে ১০টি মুসলিম মেয়েকে সেই ফাঁদে ফেলা উচিত। এমন যদি কোনও হিন্দু যুবক তা করেন, তাহলে শ্রীরাম সেনা তাঁর পিছনে থাকবে। সেই যুবকের দায়িত্ব, সব ধরনের নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com