শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:২৮ অপরাহ্ন
যুবকণ্ঠ ডেস্ক:
মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে “চেতনায় একুশ প্রেরণায় একুশ” এই শ্লোগানকে সামনে রেখে ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর-এর উদ্যোগে ভাষার মাস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে “বাংলা ভাষা” উৎসব পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় রাজধানীর শাহবাগ চত্বরে “বাংলা ভাষা উৎসব” নামে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
শরিফুল ইসলাম রিয়াদ তার বক্তব্যে বলেন, বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলা করে দেশীয় সংস্কৃতি চর্চায় কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ভাষা বিকৃতির মাধ্যমে আজ আমাদের দেশে ভাষা শহীদদের অপমান করা হচ্ছে। এসময় ভাষা বিকৃতি বন্ধে সবাইকে সচেতন ও সজাগ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
পরিবেশনায় অংশগ্রহণ করেন দেশের শীর্ষ সাংস্কৃতিক সংগঠন কলরব, স্বপ্নসিঁড়ি, আহবান, মানজিল, অবগাহন, সুরের তরী, রাহে মদিনা, অবিরাম, স্টুডিও ওয়ান, মাহমুদ হাসান এর নাট্যদল সহ খ্যাতনামা সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
বাংলা ভাষা উৎসব অনুষ্ঠানে হামদ, নাত, দেশের গান, ভাষার গান, মুর্শিদী গান, জারী গান, কবিতা আবৃত্তি, ভাটিয়ালি ও মঞ্চ নাটক পরিবেশিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইবরাহীম হুসাইন মৃধা, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুন্তাছির আহমাদ, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ আল আমিন সিদ্দিকী, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ মিশকাতুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক সুলতান মাহমুদ, দফতর সম্পাদক শিব্বির আহমদ, প্রচার সম্পাদক শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান, ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মাদ ইউসুফ পিয়াস, দক্ষিণ সভাপতি কাওসার আহমেদ, পশ্চিম সভাপতি নজরুল ইসলাম, উত্তর সভাপতি মাইদুল ইসলাম সিয়াম প্রমূখ।