শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:৫১ অপরাহ্ন

মৌলভীবাজারে তরুণ আলেমদের সাথে যুব মজলিসের মতবিনিময় অনুষ্ঠিত

যুবকণ্ঠ ডেস্ক:
বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্দ্যোগে শাখা সভাপতি মাওলানা হাম্মাদ বিল্লাহ’র সভাপতিত্বে ও জেলা সম্পাদক সংঘঠন বিভাগ মাওলানা শাহ মিসবাহ এর পরিচালনায় মৌলভীবাজারের তরুণ আলেমদের সাথে যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য জননেতা মাওলানা আবুল হাসানাত জালালী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব  মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ সাধারণ সম্পাদক মুফতী মাওলানা হিফজুর রহমান হেলাল রাজনগরী, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর  রহমান কামালী,
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল হাসানাত জালালী বলেন  সমাজে ন্যায়-ইনসাফ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে মিশন মাওলানা মামুনুল হক শুরু করেছিলেন তাঁকে অন্যায়ভাবে বন্দী করে তা ব্যর্থ করা যাবেনা। যুব মজলিসের কর্মীরা জীবন বাজি রেখে অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাবে। ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ-রাষ্ট্র কায়েমের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
এসময় তিনি  বাধা-বিপত্তি  উপেক্ষা করে নিয়মতান্ত্রিক কার্যক্রম ও রাজপথের আন্দোলনে সরব থাকায় মৌলভীবাজার জেলা  দায়িত্বশীলদের কৃতজ্ঞতা জানিয়ে ২০২৩ সনে মৌলভীবাজার এর প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন – এবং ওয়ার্ডে পর্যায়ে যুব মজলিসের কাজকে গতিশীল করার মাধ্যমে মামুনুল হকের মুক্তি আন্দোলনকে আরও বেগবান করার আহবান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন যুব মজলিস মৌলভীবাজার  জেলা সহ সভাপতি হুসাইন আহমদ আউয়াল,
বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওঃ শাহিদুল ইসলাম তালহা , জেলা দায়িত্ব শীল  মাওঃ আবু বকর সিদ্দীক,  মাওঃ নুরুল হুদা, মাওঃ আতিক আল হাসান, আব্দুস সামাদ ,  মাওঃ আব্দুল মুমিম, নাইম আহমদ, প্রমুখ
এসময় মৌলভীবাজার এর বিভিন্ন  মাদ্রাসা থেকে
১৪৪৪ হিজরি,২৩ ঈসায়ি শিক্ষাবর্ষের তাকমিল ফিল হাদিস [এম.এ ইন ইসলামিক স্টাডিজ] সমাপনকারী শিক্ষার্থী দেরকে সম্মাননা ক্রেস্ট  প্রদান করা হয়

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com