শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০২:০০ অপরাহ্ন

পাক-আফগান তোরখাম সীমান্ত ৫ দিনের জন্য বন্ধ; পাকিস্তানি ব্যাবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন

ইমরাতে ইসলামিয়া আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অবস্থিত তোরখাম সীমান্তের গেট ৫ দিনের জন্য বন্ধ থাকায় পাকিস্তানি রপ্তানিকারকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের একটি বাণিজ্যিক শাখা গনমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছেন।

বাণিজ্যিক এ শাখাটি গনমাধ্যমকে জানিয়েছে, ফল, শাকসবজি, জুস, মুরগি ও ডিমের মতো পচনশীল দ্রব্যপণ্য বোঝাই প্রায় ৭ হাজারেরও বেশি ট্রাক পাকিস্তান-আফগানিস্তান তোরখাম সীমান্তে গত পাঁচ দিন ধরে আটকে থাকার জন্য নষ্ট হওয়ার কাছাকাছি রয়েছে।

পাক-আফগান জয়েন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (পিএজেসিসিআই) পরিচালক জিয়া উল হক সারহাদি সতর্ক করে দিয়ে বলেছিলেন, পাকিস্তান সরকারের পক্ষ থেকে সীমান্ত বন্ধে করে রাখলে রপ্তানিকারক ও ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।

প্রতিটি চিনির কনটেইনারে দৈনিক ৪৫ হাজার টাকা ডিমারেজ ফি দিতে হয়। এছাড়াও ট্রানজিটে পণ্য রাখার কন্টেইনারের জন্য দৈনিক ১৬০ মার্কিন ডলার ফি প্রদান করতে হয়। তাছাড়া প্রতিটি ট্রাকের দৈনিক হোল্ডিং চার্জ ৬ হাজার টাকা। সীমান্ত ৫ দিন বন্ধ থাকায় এসব ফির ৫ গুন বেশি মূল্য দিতে হয়েছে পাকিস্তানি ব্যাবসায়ীদের।

উল্লেখ্য; মধ্য এশিয়ার দেশগুলিতে পাকিস্তানের পণ্য পৌঁছানোর জন্য তোরখাম সীমান্ত একটি অপরিহার্য বাণিজ্যিক পথ।

সূত্র: কেপি

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com