শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১২:৪৩ অপরাহ্ন

বিনা অপরাধে ২১ বছর বন্দী থেকে আমেরিকার গুয়ান্তানামো থেকে মুক্তি পেল পাকিস্তানি দুই ভাই

আমেরিকার কুখ্যাত বেসামরিক কারাগার গুয়ান্তানামো-বে থেকে দীর্ঘ ২১ বছর পর দুই পাকিস্তানি ভাইকে মুক্তি প্রদান করা হয়েছে। যার মধ্যে একজনের নাম আব্দুল (৫৫) ও অন্যজন মুহাম্মাদ রাব্বানী (৫৩)।

গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষের মানবাধিকার কমিটির চেয়ারম্যান মুশতাক আহমেদ খান এক টুইটার বার্তায় নির্যাতিত এ দুই ভাইয়ের ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

মুশতাক আহমেদ খান বলেন, “এই ব্যক্তিরা ২১ বছর ধরে গুয়ানতানামো বে-তে নির্দোষভাবে বন্দী ছিলেন।তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, তাদের কোনো বিচার হয়নি, এমনকি কোনো আদালতের কার্যক্রম ছিল না।”

তিনি আরো বলেন, পাকিস্তানি কতৃপক্ষ ও নিরাপত্তা কর্মকর্তা কর্তৃক আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদের পর তারা পুনরায় পরিবারের সাথে মিলিত হবেন।

উল্লেখ্য; এ দুই ভাইকে ২০০২ সালে পাকিস্তানের করাচি থেকে গ্রেফতার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে আল-কায়েদা সদস্যদের নিরাপদ ঘর পরিচালনা ও নিম্ন স্তরের লজিস্টিক সহায়তা প্রদানের অভিযোগ এনেছিল জর্জ ডব্লিউ বুশ প্রশাসন।

সূত্র: পিও এবং আল জাজিরা

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com