শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০২:৪৩ অপরাহ্ন

ইমরান খানের বিরুদ্ধে সকালে গ্রেপ্তারি পরোয়ানা, বিকেলে জামিন

আজ মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলো দেশটির দুর্নীতি বিরোধী একটি আদালত।

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সশরীরে উপস্থিত হয়ে ইসলামাবাদ হাইকোর্টে জামিন আবেদন করেন ইমরান খান।

শুনানির পর ৯ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।

ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি আমির ফারুক ইমরান খানকে এক লাখ টাকার জামানত আদায়ের শর্তে জামিন দেন।

অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করায় ইমরান খান আদালতকে ধন্যবাদ জানান।

সূত্র : ডেইলি জঙ্গ

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com