শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০২:২৩ অপরাহ্ন

খোঁজে পাওয়া যাচ্ছে না মাদরাসা ছাত্র মুহাম্মাদ উমায়েরকে

যুবকণ্ঠ ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার মারকাযুল ঈমানের ছাত্র মুহাম্মাদ উমায়ের (১৩) (ডাক নাম মুহাম্মাদ) নিখোঁজ হয়েছে।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটা থেকে সে নিখোঁজ হয়।

মুহাম্মাদ উমায়ের মৌচাকের ভান্নারা রেলগেট মসজিদের খতীব ও কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদের সহ সভাপতি মুফতী জুনাইদুল্লাহ আখতারের ছেলে।

নিখোঁজ মুহাম্মাদ উমায়ের পিতা মুফতী জুনাইদুল্লাহ আখতার জানান, মুহাম্মাদ মৌচাক এলাকার ভান্নারা মারকাযুল ঈমানের হিফয বিভাগের ছাত্র। সে ২১ পারা হাফেয। রবিবার বিকেল পাঁচটায় ভান্নারা রেলগেটস্থ বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি। স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও মুহাম্মাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

মুফতী জুনাইদুল্লাহ আখতার তার সন্তানের সন্ধান কেউ পেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার ভান্নারা রেলগেট মসজিদে পৌঁছে দেয়ার অনুরোধ জানিয়েছেন। অথবা মুফতী জুনাইদুল্লাহ আখতার ব্যবহৃত ০১৬২৪৬২২৪০২ এই মোবাইলফোন নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com