শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০২:৩৪ অপরাহ্ন

নিত্যপণ্যের দাম কমিয়ে দেশের জনগণকে বাচান : মাওলানা ইউনুছ আহমাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ নিত্যপণ্যের দাম কমিয়ে দেশের জনগণকে বাচানোর দাবি জানিয়ে বলেছেন, রমযানে নিত্যপণ্যের দাম বাড়বে না বাণিজ্যমন্ত্রীর এধরনের ঘোষণার পরই দাম বেড়ে যায়, রমযান পর্যন্ত যেতে হয় না। এভাবে ধোকাবাজির কোন মানে হয় না। নিত্যপণ্যের বার বার মূল্যবৃদ্ধির কারণে জনগণ চরম অস্বস্তিতে আছেন।

আজ (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইউনুছ আহমাদ অবিলম্বে নিত্যপণ্যেল দাম কমানোর দাবি জানিয়ে বলেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেলে যা করার তাই করবে। যা সরকারের জন্য সুখকর হবে না।

এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, কৃষিবিদ আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, কে এম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসেন জাফরী, আলহাজ্ব হারুন অর রশীদ, মুফতী হেমায়েতুল্লাহ, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা এবিএম জাকারিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com