শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:৫৯ অপরাহ্ন
ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী ও ইউরোপীয় ইউনিয়নের আফগানিস্তান বিষয়ক প্রতিনিধি টমাস নিকলসনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ মার্চ) কাবুলে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী বলেন, আফগানিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করা উচিত।
তিনি আরো বলেন, “ইউরোপীয় ইউনিয়নের উচিত আফগানিস্তানে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস খুলতে উৎসাহিত করা।”
এ বৈঠকে থমাস নিকোলসন আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থা ও দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী লড়াইয়ের প্রশংসা করেন।
এছাড়াও তিনি বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আফগানিস্তানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার আশ্বাস দিয়েছেন।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি