শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:২০ অপরাহ্ন

পঞ্চগড়ে কাদিয়ানীদের জলসা বন্ধ করে দেওয়া হয়েছে

যুবকণ্ঠ ডেস্ক:

পঞ্চগড়ে কাদিয়ানী সম্প্রদায়ের তিন দিন ব্যাপী বাৎসরিক জলসা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আজ (৩ মার্চ) থেকে শুরু হয়ে এই জলসা আগামী ৫ মার্চ পর্যন্ত চলার কথা ছিল।

স্থানীয় নেতৃবৃন্দের সূত্রে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের সেক্রেটারি ও হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দীন রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের পঞ্চগড়ের দায়িত্বশীলদের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে কাদিয়ানী সম্প্রদায়ের তিন দিন ব্যাপী বাৎসরিক জলসা হবে না। এটি স্থগিত করা হয়েছে।

এছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাদিয়ানীদের জলসা বন্ধের বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com