শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:১৩ অপরাহ্ন
সৌদি আরবে এক সপ্তাহে (২২ ফেব্রুয়ারী থেকে ১ মার্চ পর্যন্ত) ১৩ হাজার ৮৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে ৮ হাজার ১ জনকে আবাসিক নিয়ম লঙ্ঘনের জন্য, ৩ হাজার ৮৩২ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার জন্য ও ২ হাজার ৬৫ জনকে শ্রম-সম্পর্কিত বিভিন্ন সমস্যার জন্য আটক করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা চালানোর জন্য যে ৭৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে ৫১ শতাংশ ইয়েমেনের নাগরিক। এছাড়া বাকি ৪১ শতাংশ ইথিওপিয়ান ও ৮ শতাংশ অন্যান্য দেশের।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোতে অবৈধভাবে যাওয়ার প্রচেষ্টা করার জন্য ৫২ জন সৌদি আরবের নাগরিককে আটক করা হয়েছে। এছাড়াও এসব আইন লঙ্ঘন কারীদের আশ্রয় দেওয়ার জন্য ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, যদি কেউ অবৈধভাবে প্রবেশে সহায়তা করে তাহলে তার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়াও তার যানবাহন অথবা সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
সূত্র: আরব নিউজ