শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০২:০২ অপরাহ্ন

আফগানিস্তানের বলখে আত্মঘাতী বোমা হামলায় গভর্নর নিহত

আত্মঘাতী বোমা হামলায় ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বলখ প্রদেশের গভর্নর মুহাম্মাদ দাউদ মুজাম্মিলসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) এক বিবৃতিতে গভর্নরের কার্যালয়ে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বলখ প্রদেশের নিরাপত্তা বিভাগের মুখপাত্র মুহাম্মাদ আসিফ ওয়াজিরি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে বোমা বহনকারী একজন ব্যক্তি প্রাদেশিক গভর্নরের অফিসের দ্বিতীয় তলার কাছে এসে বিস্ফোরণ ঘটায়। এ সময় কার্যালয়ের ভেতরে একটি বৈঠক চলমান ছিল।

আফগানিস্তানের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ টুইটার বার্তায় প্রাদেশিক গভর্নরের হত্যাকাণ্ডের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।

উল্লেখ্য; এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

সূত্র: টোলো নিউজ এন্ড কেপি

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com