শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০২:২৯ অপরাহ্ন

খালেদা জিয়া মেট্রিকে শুধু অঙ্ক ও উর্দুতে পাস করেছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া মেট্রিকে শুধু অঙ্ক আর উর্দুতে পাস করেছেন। উর্দু পাকিস্তানি ভাষা, এটা তার খুব প্রিয়। আর অঙ্ক তো টাকা গোনা লাগে। ওই দুটিতেই পাস করেছে, আর কোনোটিতে পাস করতে পারেনি।’

শনিবার (১১ মার্চ) বিকালে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের ময়মনসিংহের বিভাগীয় জনসভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, জিয়াউর রহমান ছিল মেট্রিক পাস। তাদের ছেলে একবার এই স্কুল ওই স্কুল, শেষে কী পাস করেছে, কেউ জানে না।’

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে জনসভাস্থল সার্কিট হাউস মাঠ থেকে একযোগে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে প্রধানমন্ত্রীকে জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com