শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১২:৫৩ অপরাহ্ন

জাতিসংঘের প্রতিনিধিত্ব ফেরত চায় তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার

জাতিসংঘে আফগানিস্তানের জন্য বরাদ্দকৃত আসনটি ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের সরকারের কাছে হস্তান্তর করার আহ্বান জানিয়েছেন দেশটির উপ-তথ্যমন্ত্রী ও সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

আফগানিস্তানের জন্য বরাদ্দকৃত আসনটিতে বর্তমানে চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবে রয়েছেন সাবেক মার্কিনপন্থী সরকারের সহকারি রাষ্ট্রদূত নাসির আহমেদ ফাইক।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, নাসির আহমেদ ফাইক ইসলামী ইমারাতের প্রতিনিধিত্ব করতে সক্ষম নন। তাই এ আসনটি বর্তমান সরকারের কাছে হস্তান্তর করা উচিত।

তিনি আরও বলেন, জাতিসংঘে প্রতিনিধিত্ব করা আমাদের অধিকার। এছাড়াও আমেরিকা কর্তৃক অবৈধভাবে আটককৃত অর্থও আফগানদের সম্পদ। আফগানিস্তানের বিরুদ্ধে আমেরিকার আগ্রাসন ও যুদ্ধ শেষ হলেও তারা এখন ঘৃণ্য নীতি ব্যবহার করছে।

উল্লেখ্য, এর আগে মার্কিন বিশেষ দূত থমাস ওয়েস্ট বলেছিলেন, যতদিন পর্যন্ত আফগানিস্তান সরকার নারীদের স্কুল ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশে বাধা প্রদান করবে ততদিন পর্যন্ত জাতিসংঘে আফগানিস্তানের ইস্যু ও হিমায়িত আফগান সম্পদের সমাধান হবে না।

সূত্র: তোলো নিউজ

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com