শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:২৫ অপরাহ্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে তিনি যুগ ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইতিহাস-ঐতিহ্য ও সংগ্রামের এ তিন যুগে মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দ্বীন বিজয়ের লক্ষ্যে দেশের বড় অংশ মানুষের চিন্তার পরিবর্তন করতে সক্ষম হয়েছি বলে আমরা মনে করছি।
আজ সোমবার (১৩ মার্চ) সকালে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও সুধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতী রেজাউল করীম বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ভাল নয়। মানুষ অত্যন্ত কষ্টে আছে। বার বার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব সর্বত্র পরছে। নিত্যপণ্যের আকাশচুম্বি মূল্যবৃদ্ধি মানুষকে অসহায় করে তুলছে। সরকার বাজার সিন্ডিকেট ভাঙ্গতে বার বার ব্যর্থ হয়েছে।
মুফতী রেজাউল করীম আরও বলেন, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখার কর্মীদের উপর সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা, নির্যাতন চালিয়ে জনতার রুদ্ররোষ বন্ধ করা যাবে না। স্থানীয় সরকার নির্বাচনে সরকার দলীয় প্রার্থীদের মানুষ প্রত্যাখ্যান করছে। যার ফলশ্রুতিতে তারা বিভিন্ন জায়গায় দমন পীড়ন ও অপপ্রচারের আশ্রয় নিয়েছে। সম্প্রতি বরগুনা আমতলী উপজেলা নির্বাচনে হাতপাখার প্রার্থীর জয়জয়কার দেখে তারা সেখানে কতিপয় গণমাধ্যমের সহযোগিতায় নাটক মঞ্চস্থ করতে চাচ্ছে। কিন্তু কোনও প্রকারের ফন্দি ফিকির তাদের পতনকে রুখতে পারবে না।
সভায় সভাপতিত্ব করেন দলের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।