শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০১:৫৮ অপরাহ্ন

ভারতে মুসলিমদের অর্থনৈতিকভাবে বয়কটের ডাক দিয়েছে হিন্দুত্ববাদীরা

ভারতের মহারাষ্ট্রে মুসলিমদের অর্থনৈতিকভাবে বয়কটের ডাক দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন।

রবিবার (১২ মার্চ) এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানায় অনেকগুলো হিন্দু সংগঠন।

বিক্ষোভটি প্রায় দুই কিলোমিটার রাস্তাজুড়ে অনুষ্ঠিত হয়। এতে বিক্ষোভকারীরা কথিত ‘লাভ জিহাদ’ ও ‘ল্যান্ড জিহাদ’ নিয়ে উস্কানিমূলক স্লোগান দেয়।

কাজল হিন্দুস্তানি নামে বিক্ষোভকারী বলেন, প্রাথমিকভাবে ইসলামী ‘সহিংসতা’ তিনটি উপাদান নিয়ে গঠিত। যার মধ্যে রয়েছে ধর্মান্তর, ল্যান্ড জিহাদ ও লাভ জিহাদ। ধর্মান্তর বিষয়টি সবশেষে আসে। এ তিনটি ‘সোলেইমানি’ কীটপতঙ্গের জন্য রাম-নেতৃত্বাধীন একটি প্রতিকার রয়েছে। সেটি হল অর্থনৈতিকভাবে তাদের বয়কট করা।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এসব সমাবেশের অনুমতি তখনই দেওয়া হবে যখন প্রতিবাদের পটভূমিতে কোনও ঘৃণামূলক বক্তব্য থাকবে না।

উল্লেখ্য, এ সমাবেশটি মিরা ভাইন্দরের স্বতন্ত্র বিধায়ক গীতা জৈন শুরু করেন। এ সমাবেশে বিধায়ক নীতেশ রানাসহ বিজেপির স্থানীয় নেতারা অংশ নেয়। এছাড়াও অংশ নিয়েছিল ভিএইচপি ও বজরং দলের মতো উগ্র দলগুলির সমর্থকরা।

সূত্র: মুসলিম মিরর

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

All rights reserved © Jubokantho24.com